কেন জানি মনে হচ্ছে দিন যত এগিয়ে যাচ্ছে তত আমরা মিথ্যা কথা বেশি বলছি। ছোট বেলায় বেশির ভাগ সময় সত্য কথা বলতাম। কোনো কারণে বাবাকে একটি মিথ্যা কথা বলতে গেলে তার জন্য অনেক আগে থেকে নিজে নিজে প্রশিক্ষণ নিতাম। মিথ্যা বলাটা অনেক কঠিন কাজ ছিল। যুগের পরিবর্তনের সাথে সাথে মিথ্যা বলাও শুরু করলাম। মোবাইল ফোন আমাদের দৈনন্দিন জীবনে যোগাযোগ ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এনেছে এতে সন্দেহ নাই। কিন্তু এই প্রযুক্তি ব্যবহার করে মিথ্যা তথ্য পরিবেশন করে অনেক সময় দেশের শান্তি নষ্ট করি। সাথে সাথে অনেকে পারিবারিক শান্তি নষ্ট করি। আবার কেউ কেউ সামাজিক শান্তি নষ্ট করি। ধর্ম আমাকে শিক্ষা দিয়ে থাকে, মিথ্যা বলিও না। অথচ অনেক লোককে দেখা যায় অকারণে মিথ্যা বলতে যাদের কাছ থেকে আমরা ধর্মীয় নিয়ম কানুন শিখি। গত কয়েকদিন আগে আমার এক অফিস কলিগ আমাকে এসে বললেন দাদা আজকে প্রার্থনা করছি এমন সময় আমার পাশের ব্যক্তির মোবাইলে একটি কল এসেছে। প্রার্থনারত পাশের ব্যক্তি বললেন তিনি মার্কেটে আছেন। সারাদিন মানুষের সাথে মিথ্যা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে। যার জন্য প্রার্থনারত অবস্থায় ব্যক্তিটি মিথ্যা বলেছেন। আমার ছেলে বা মেয়েটি আমার পাশে বসে পড়ছে। এমন সময় আমি আরেকজনকে মোবাইলে বললাম আমি ঢাকা আছি। ছেলেটি বুঝতে পারল আমি বাসার পরিবর্তে ঢাকা বলেছি যেটা পুরোপুরি মিথ্যা কথা। আমার ছোট ছেলেটি কয়েকদিন পর আমার সাথে মোবাইলে মিথ্যা বলা শুরু করে দিয়েছে। নিজের অজান্তে আমার ছেলেটিকে মিথ্যা বলা শিখিয়ে দিলাম। এই সব মিথ্যা বলার অনুশীলন পরবর্তীতে বড় মিথ্যার কৌশল শিক্ষা দেয়। চলুন আমরা সত্য বলার চেষ্টা করি। প্রতিদিন বাড়িতে বসে, বাসায় বসে ছেলেমেয়েদের নিয়ে সত্য কথা বলার চেষ্টা করি।