চলচ্চিত্রে নাম লেখালেন মায়মুনা মম

| শনিবার , ২৪ ডিসেম্বর, ২০২২ at ৯:২১ পূর্বাহ্ণ

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মায়মুনা মম। টিভি নাটক ও টেলিফিল্মে জনপ্রিয়তা পাওয়ার পর এবার নাম লিখিয়েছেন বড় পর্দায়। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘কাগজ’। এ ছাড়াও মমর মুক্তির অপেক্ষায় রয়েছে আরও দুটি ছবি। গতকাল শুক্রবার দেশের ৭টি সিনেমা হলে মুক্তি পেয়েছে মম অভিনীত সিনেমা ‘কাগজ’। অভিনেত্রী বলেন, দৈননিন্দ জীবনের আড়ালে লুকায়িত জীবনকাহিনি নিয়ে মূলত ছবিটি নির্মিত হয়েছে। ছবিতে আমার চরিত্রটি ভীষণ পছন্দের। কারণ, এখানে বহুমাত্রিক অনেকগুলো দিক এক চরিত্রে দেখতে পাবে দর্শক। গতানুগতিক আর ১০টা চরিত্রের মতো নয় আমার চরিত্রটি। ভিন্ন ধারার গল্পেই অভিনয়ে বেশি আগ্রহী বলে জানান মম। গতানুগতিক ধারা থেকে বেরিয়ে ভিন্ন ঘরানার ছবি ‘কাগজ’। সেই সঙ্গে চরিত্রের ধরনও আলাদা। মম আরও বলেন, চরিত্রটি খুবই আলাদা হলেও গল্পের সঙ্গে ঠিকই রিলেট করতে পারবে দর্শকরা। ছবিটি দর্শকরা ভালোভাবেই গ্রহণ করবে বলে আশা করছেন তিনি।

প্রসঙ্গত, ছবিটি নির্মাণ করেছেন আলী জুলফিকার জাহেদী। এতে দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইমন-আইরিন। এ ছাড়াও এ ছবিতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ইমি, এলিনা শাম্মীসহ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধহাসপাতালে পরীমণি
পরবর্তী নিবন্ধতসলিমার মন্তব্যে অভিষেকের কড়া জবাব