চরম আর্থিক সংকট, জরুরি অবস্থা জারি শ্রীলঙ্কায়

কলম্বোয় কড়া নিরাপত্তা, খুলেছে দোকান

আজাদী ডেস্ক | রবিবার , ৩ এপ্রিল, ২০২২ at ৬:৩৬ পূর্বাহ্ণ

আর্থিক সংকটে ধুঁকতে থাকা শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা করলেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। শ্রীলঙ্কার সংবাদপত্র ডেলি মিররকে উদ্ধৃত করে এমনই জানাল সংবাদ সংস্থা এএনআই। তবে জরুরি অবস্থা ঘোষণার পর প্রথম দিন রাজধানী কলম্বোতে কড়া নিরাপত্তার মধ্যে দোকানপাট খুলতে দেখা গেছে। অন্যদিকে নয়া দিল্লির কাছ থেকে কলম্বোর ঋণপ্রাপ্তি নিশ্চিত হওয়ার পর শ্রীলঙ্কায় দ্রুত ৪০ হাজার টন চালের একটি চালান পাঠাতে কাজ শুরু করেছেন ভারতীয় ব্যবসায়ীরা। গত এক সপ্তাহ ধরে ভয়ানক অর্থনৈতিক সংকটের মুখে শ্রীলঙ্কা। দেশে জ্বালানির হাহাকার। প্রায় বন্ধ পরিবহণ। খরচ বাঁচাতে ১০-১৩ ঘণ্টা লোডশেডিং করা হচ্ছে দেশ জুড়ে। এরই প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় বিক্ষোভে ফেটে পড়েন কলম্বোর মানুষ। শুক্রবার দেশটির প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসা সামরিক বাহিনীকে সন্দেহভাজন ব্যক্তিদের আটক ও প্রেপ্তারে অনুমতি দেওয়া কঠোর আইন বলবৎ করেন। আইন-শৃঙ্খলা রক্ষা এবং সরবরাহ ও জরুরি সেবা নিশ্চিত করার স্বার্থে জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ঘোষণায় তিনি এমনটাই বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
জ্বালানি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঘাটতিতে ক্ষুব্ধ কয়েকশ বিক্ষোভকারী বৃহস্পতিবার রাজাপাকসের বাসভবনের বাইরে পুলিশ ও সেনাসদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়ায়; তারা রাজাপাকসের পদত্যাগ দাবি করে এবং পুলিশ ও সেনাবাহিনীর একাধিক যানে আগুন ধরিয়ে দেয়। পুলিশ ৫৩ জনকে গ্রেপ্তার করে এবং বিভিন্ন এলাকার বিক্ষিপ্ত প্রতিবাদ নিয়ন্ত্রণে আনতে শুক্রবার কলম্বো ও এর আশপাশে কারফিউ দেয়।
শ্রীলঙ্কা জানিয়েছে, পরিস্থিতি মোকাবেলায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে বেইল আউট নেওয়ার চেষ্টার পাশাপাশি ভারত ও চীনের কাছে নতুন ঋণ চাওয়া হবে। ২ কোটি ২০ লাখ মানুষের দেশ শ্রীলঙ্কা স্বাধীনতার পর থেকে সবচেয়ে খারাপ অর্থনৈতিক সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে। দেশটির কাছে আমদানিকৃত জ্বালানির দাম পরিশোধ করার মতো পর্যাপ্ত বৈদেশিক মদ্রা নেই।
৪০ হাজার টন চাল পাঠাচ্ছে ভারত : নয়া দিল্লির কাছ থেকে কলম্বোর ঋণপ্রাপ্তি নিশ্চিত হওয়ার পর শ্রীলঙ্কায় দ্রুত ৪০ হাজার টন চালের একটি চালান পাঠাতে কাজ শুরু করেছেন ভারতীয় ব্যবসায়ীরা। বিষয়টি সম্বন্ধে অবগত দুই কর্মকর্তা শনিবার বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা জানিয়েছেন।
২ কোটি ২০ লাখ মানুষের দেশ শ্রীলঙ্কা স্বাধীনতার পর থেকে সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় তাদেরকে এখন বিদেশি রাষ্ট্রগুলোর কাছে হাত পাততে হচ্ছে। ভারতের পাঠানো এ চালের চালান এপ্রিলের মাঝামাঝি হতে যাওয়া নববর্ষ উৎসবের আগেই শ্রীলঙ্কায় পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। জ্বালানি, খাদ্য ও ওষুধের চরম ঘাটতি মোকাবেলায় সহায়তা করতে বিশ্বের বৃহত্তম চাল রপ্তানিকারক দেশ ভারত গত মাসে শ্রীলঙ্কাকে ১০০ কোটি ডলার ঋণ দিতে সম্মত হয়। ৪০ হাজার টন চাল পৌঁছালে শ্রীলঙ্কায় চালের দাম কমে আসবে বলেই মনে করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধআশা করবো এক মাস বিএনপির মিথ্যাচার বন্ধ থাকবে : তথ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধটিপু খুন হন আওয়ামী লীগ নেতার পরিকল্পনায়