চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের কোভিড ইউনিটে ব্যবহারের জন্য লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের অর্থায়নে গতকাল বিভিন্ন সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে। সুরক্ষা সামগ্রীতে ছিল, ১২০ পিপিই, ৪২০টি এন-৯৫ মাস্ক, ৬০ বাঙ হ্যান্ড গ্লাভস, ১২০টি ফেইস সিল্ড, ১৫০ বোটল হ্যান্ড স্যানিটাইজার। জেলা গভর্নর লায়ন ডা. সুকান্ত ভট্টাচার্য্য উক্ত সামগ্রী হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনেরেল এস এম হুমায়ুন কবিরের নিকট হস্তান্তর করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন শেখ সামসুদ্দিন আহমেদ সিদ্দিকি, কোভিড-১৯ রিলিফ কমিটির চেয়ারম্যান লায়ন জাফরুল্লাহ চৌধুরী, সেক্রেটারি লায়ন ডা. দেবাশিষ দত্ত, জিএসটি কো-অর্ডিনেটর লায়ন শওকত আলী চৌধুরী, আরসি হেডকোয়ার্টার লায়ন আবু মোর্শেদ, আরসি-১ লায়ন ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি।