মীরসরাইয়ে ট্রেন দুর্ঘটনায় আহতদের মধ্যে তাসরিফ হাসান (পাভেল) ও আয়াতুল ইসলাম আয়াতের অবস্থা সংকটাপন্ন। তারা দুজনই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। এই দুজনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলে জানিয়েছেন চমেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান।
দুর্ঘটনার পরপর এদুজনসহ আহত ৬ জনকে নিউরোসার্জারি বিভাগে ভর্তি করা হয়। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বেশ কয়দিন আগে প্রথমে তাসরিফ হাসানকে এবং গত মঙ্গলবার আয়াতকেও আইসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে দুজনের অবস্থাই সংকটাপন্ন জানিয়ে আইসিইউ বিভাগের প্রধান ডা. হারুনুর অর রশীদ বলেন, তাদের অবস্থা ভালো নয়। তাদের হেড ও নেক ইনজুরি ছিল। আঘাত গুরুতর। দুজনকেই এখন লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
উল্লেখ্য, গত ২৯ জুলাই মীরসরাইয়ে ট্রেন দুর্ঘটনায় ১১ জন নিহত হয়। আহত আরো ৭ জনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে সার্জারি (২৪ নং) ওয়ার্ডে একজন এবং বাকি ৬ জনকে নিউরোসার্জারি বিভাগে ভর্তি করা হয়। আহতদের মধ্যে একজনকে ছাড়পত্র দেয়া হয়েছে। বাকি ৬ জনের ৪ জন বর্তমানে নিউরোসার্জারি বিভাগে চিকিৎসাধীন। আর ২ জন আইসিইউতে। আইসিইউতে থাকা তাসরিফ ও আয়াতের অবস্থা খুবই সংকটাপন্ন। তাদের দুজনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।