চমেক হাসপাতালে ইনফার্টিলিটি ইউনিট উদ্বোধন

| মঙ্গলবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২১ at ১১:১৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইনফার্টিলিটি ইউনিটের উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেল এমপি। গত ৭ ফেব্রুয়ারি ইনফার্টিলিটি ইউনিট চালু হয়। কর্তৃপক্ষ জানান, এর মাধ্যমে চট্টগ্রাম বিভাগে বন্ধ্যাত্ব রোগের চিকিৎসার পথ সুগম হলো। এ অঞ্চলের বন্ধ্যা রোগীদের বহুল প্রত্যাশিত ইনফার্টিলিটি ইউনিট রোগীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন সকাল হতে গাইনি বহিঃবিভাগ ইনফার্টিলিটি রোগী এন্ট্রি করা হয়। অতঃপর তা ষষ্ঠ তলায় গাইনি বিভাগের ৮০ নম্বর ওয়ার্ডে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটে ইনফার্টিলিটি ইউনিটের উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার, বিভাগীয় স্বাস্থ্য পরিচাল ডা. হাসান শাহরিয়ার কবির, সিভিল সার্জন ডা. ফজলে রাব্বী, গাইনি বিভাগীয় প্রধান প্রফেসর ডা. শর্মিলা বড়ুয়া এবং ইনফার্টিলিটি ইউনিটের দায়িত্বপ্রাপ্ত ফোকালপার্সন সহকারী অধ্যাপক ডা. তাসলিমা বেগম ও অন্যান্য বিভাগীয় কর্মকর্তা কর্মচারীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবসতঘরে আগুন দেয়ার অভিযোগ
পরবর্তী নিবন্ধচাটগাঁইয়া কথায় নিশিতার গান