চাটগাঁইয়া কথায় নিশিতার গান

| মঙ্গলবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২১ at ১১:১৭ পূর্বাহ্ণ

অসংখ্য জনপ্রিয় গানের গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গীর কথায় গাইলেন ক্লোজআপ ওয়ান তারকা নিশিতা বড়ুয়া। ঘটনাক্রমে তাদের দুজনের বাড়িই বীর চট্টলায়। আর নতুন এই গানের ভাষাটাও থাকছে আঞ্চলিক, চাঁটগাইয়া। গানের শিরোনাম ‘আহা ভালোবাসা’। এর ভিডিওতেও থাকছে রোমান্টিকতা। এতে ধরা পড়েছে শরতের ঢাকা। শহরের বিভিন্ন লোকেশনে হয়েছে এর দৃশ্যধারণ। গানটির ভিডিওচিত্র নির্মাণ করেছে প্রযোজনা সংস্থা ‘রেনসান ফিল্মস’। চট্টগ্রামের ভাষায় লেখা গানটির বিষয়ে নিশিতা বড়ুয়া বলেন, এর আগেও বেশ কিছু কাভার করলেও এটি আমার জীবনে প্রথম চট্টগ্রামের আঞ্চলিক গান। তাছাড়া এটা লিখেছেন প্রবাদপ্রতিম গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী ভাই। তার লেখা এই গানটি আমার জন্য বেশ সম্মান ও আনন্দের।
নতুন গান প্রসঙ্গে শহীদ মাহমুদ জঙ্গী বলেন, নতুনদের মধ্যে নিশিতা বড়ুয়ার গায়কী আমার ভালো লাগে। তিনি চট্টগ্রামের মেয়ে হওয়ায়, সেটাকে মাথায় রেখে গানের কথামালা লিখে নিশীথ সূর্যের কাছে সুর করতে পাঠাই। সবমিলিয়ে আমার নিজেরই গানটি বেশ ভালো লেগেছে। গত ১৪ ফেব্রুয়ারি গানচিত্রটি সুরকারের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচমেক হাসপাতালে ইনফার্টিলিটি ইউনিট উদ্বোধন
পরবর্তী নিবন্ধস্ফুলিঙ্গের প্রথম গান প্রকাশ