চমেক হাসপাতালের ‘ন্যায্য মূল্যের মেডিসিন শপ’কে জরিমানা

অননুমোদিত ওষুধ বিক্রি

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:১৪ পূর্বাহ্ণ

নগরীর বিভিন্ন এলাকায় অনিয়মের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম। গতকাল চলা এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক ফয়েজ উল্যাহ। এছাড়া উপস্থিত ছিলেন সহকারী পরিচালক রানা দেবনাথ ও মাহমুদা আক্তার।

অভিযানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিচ তলায় ‘নায্য মূল্যের মেডিসিন শপ’ এ অননুমোদিত বিভিন্ন ওষুধ বিক্রি ও অতিরিক্ত দামে ওষুধ বিক্রির জন্য ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া বিসিক শিল্প নগরী সংলগ্ন সুমি’স হট কেকের উৎপাদন কারখানায় মেয়াদোত্তীর্ণ বিভিন্ন ধরনের উপকরণ ব্যবহার করে কেক তৈরি, ও অনঅনুমোদিত কেমিক্যাল ব্যবহার করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া একই এলাকায় অবস্থিত ব্লু একোয়া ড্রিংকিং ওয়াটারের বোতলজাতকারী কারখানার ল্যাবে মেয়াদোত্তীর্ণ বিভিন্ন ধরনের কেমিক্যালের ব্যবহার ও শ্যাওলাযুক্ত অপরিচ্ছন্ন পরিবেশে বড় বোতলে পানি বোতলজাত করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে নারী পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধনগরীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের আরও ৩৮ নেতাকর্মী গ্রেপ্তার