চমেক হাসপাতালের গাইনী ওয়ার্ড থেকে দুই দালাল আটক

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৮ অক্টোবর, ২০২২ at ৫:১৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের গাইনী (৩৩নং) ওয়ার্ড থেকে দুই দালালকে আটক করা হয়েছে। গতকাল দুপুরে ওয়ার্ডের ভিতর থেকে হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. কামরুজ্জামান তাদের আটক করেন। আটক দুইজন হলেন মো. মইন উদ্দিন (৩২) ও রয়েল দে (২৭)। তাদের একজন ন্যাশনাল ফার্মেসি এবং অপরজন সিকদার ফার্মেসির হয়ে কাজ করেন বলে জানান ওয়ার্ড মাস্টার কামরুজ্জামান।
সংশ্লিষ্টরা জানান, বিভিন্ন ফার্মেসির লোকজন (দালাল) ওয়ার্ডে উৎপেতে থাকেন। রোগীর আত্মীয়-স্বজন কেউ ওষুধের স্লিপ নিয়ে বের হলে তাকে ফুসলিয়ে ও বিভিন্ন প্রলোভনে নিজেদের ফার্মেসিতে নিয়ে যান। সেখানে ওষুধের গলাকাটা দাম আদায় করেন।
আটক দুজনকে পুলিশের হাতে সোর্পদ করা হয়েছে বলে জানিয়েছেন চমেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধবারইয়ারহাট পৌর মেয়রসহ ৪২ জনের বিরুদ্ধে পাল্টা মামলা
পরবর্তী নিবন্ধএসএমই ও অ্যাগ্রো খাতকে এগিয়ে নেয়ার প্রত্যয়