চবি সায়েন্টিফিক সোসাইটির এস্ট্রো অলিম্পিয়াড

চবি প্রতিনিধি | শুক্রবার , ১৩ অক্টোবর, ২০২৩ at ৬:৩৮ পূর্বাহ্ণ

চবি সায়েন্টিফিক সোসাইটির (সিইউএসএস) উদ্যোগে ইন্টারন্যাশনাল স্পেস সপ্তাহ উপলক্ষে এস্ট্রো অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় গ্রন্থাগার মিলনায়তনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। সায়েন্টিফিক সোসাইটির সভাপতি মিনহাজুর রহমান শিহাবের সভাপতিত্বে ও সাধারণ সদস্য রুফাইদা সিদ্দিকী ও অতনু সিনহার যৌথ সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. এ কে এম রেজাউর রহমান। অনুষ্ঠানে ছিল কসমিক আইকিউ প্রতিযোগিতা, স্কাইওয়ার্ড স্যাটার প্রদর্শনী ও এস্ট্রো টক’র মতো সব সেগমেন্ট। অনুষ্ঠান শেষে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।

বক্তারা বলেন, এস্ট্রোনমি বা মহাকাশজগৎ সম্পর্কিত অজানা বিষয় ও রহস্য উন্মোচনে শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে। ফলে এ সম্পর্কিত জ্ঞানে শিক্ষার্থীরা দিন দিন নিজেদের মেধাকে শানিত করছে এবং দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়েও বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে কৃতিত্বের সাক্ষর রাখছে। বক্তারা আরও বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের এস্ট্রোনমি সম্পর্কিত জ্ঞানার্জন ভবিষ্যৎ বিশ্বের জন্য দক্ষ ও সময়োপযোগী গবেষক তৈরিতে সহায়ক। পাশাপাশি, মহাকাশ গবেষণাকে এগিয়ে নিতে শিক্ষার্থীদের মাঝে উৎসাহ যোগাতে এধরনের আয়োজন নিয়ামকের ভূমিকা রাখবে।

পূর্ববর্তী নিবন্ধনাট্যকার ইয়োন ফসে’র সাহিত্যে নোবেল জয়
পরবর্তী নিবন্ধ৪০নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মীসভা