চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৮ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৬ তারিখ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর ১৮ জানুয়ারি মনোনয়নপত্র বিতরণ করা হবে। মনোনয়নপত্র জমা, যাচাই–বাছাই ও খসড়া প্রার্থী প্রকাশ করা হবে ২৫ জানুয়ারি। ৩০ জানুয়ারি বেলা ১২টা পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহারের সুযোগ থাকবে। একইদিন দুপুর একটায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রফেসর ড. মনির উদ্দিন।
তিনি বলেন, শিক্ষক সমিতির নির্বাচনে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ৩০ জানুয়ারি। নির্বাচন হবে ৮ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে। ভোটগ্রহণ শেষে একইদিন ফলাফল প্রকাশ করা হবে। নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।
চবি শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদে একজন করে সভাপতি, সহ–সভাপতি, কোষাধ্যক্ষ, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক ও ছয়জন সদস্যসহ ১১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতিবছর এ নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে।