চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের (কলেজ শাখা) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গত ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চবি উপ–উপাচার্য (একাডেমিক) ও চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর এস.এম. নসরুল কদির ও চবি আইন অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ জাফর উল্ল্যাহ তালুকদার। চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নাসিমা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের সদস্য ও চবি সহকারী প্রক্টর প্রফেসর ড. মো. কোরবান আলী, চবি শারীরিক শিক্ষা বিভাগের উপ–পরিচালক মো. হাবিবুর রহমান জালাল ও চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. গোলাম মোস্তফা সরকার উপস্থিত ছিলেন।
মশাল হাতে মাঠ প্রদক্ষিণ করেন কলেজের কৃতী ক্রীড়াবিদ মো. আরাফাত উদ্দিন। উপাচার্য বিচারকদের পক্ষে চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষকবৃন্দ এবং ক্রীড়াবিদদের পক্ষে মো. আরাফাত উদ্দিনকে শপথবাক্য পাঠ করান। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন সজীব রুদ্র ও শারমীন আক্তার তন্নি।