চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এলামনাই এসোর বার্ষিক সাধারণ সভা

| সোমবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এলামনাই এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা গত শনিবার নগরীর পতেঙ্গাস্থ বোটক্লাবে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানমালায় ছিল এলামনাই সদস্য ও তাদের পরিবারের নিয়ে নৌবিহার, সাংস্কৃতিক অনুষ্ঠান, আকর্ষণীয় র‌্যাফেল ড্র প্রভৃতি। এ উৎসবে উপস্থিত ছিলেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক আলী আজগর চৌধুরী, সহযোগী অধ্যাপক ড. শহীদুল হক, বিভাগের বর্তমান সভাপতি রওশন আক্তারসহ বিভাগের সাবেক অনেক শিক্ষার্থী। এই মিলনোৎসবে আনন্দ উৎসবে মেতে উঠেন তারা।

স্মৃতিচারণ করেন বিশ্ববিদ্যালয় জীবনের নানান বিষয়। সাধারণ সভা পরবর্তী এলামনাই এসোসিয়েশনের ২০২৩২৫ কার্যকরী পরিষদের অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নুর উদ্দিন আলমগীর। এ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার হিসেবে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক আলী আজগর চৌধুরী। উক্ত কমিটিতে ১ম সহসভাপতি (ঢাকা) পদে ফজলুল করিম, সিনিয়র সহসভাপতি হামিদ উল্লাহ, সহসভাপতি (চট্টগ্রাম) মিয়া মুহাম্মদ আরিফ, সহসভাপতি (ঢাকা) পারভেজ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক (চট্টগ্রাম) আসিফুল হাসনাত সিদ্দিকী আসিফ, যুগ্ম সাধারণ সম্পাদক (ঢাকা) তন্ময় মজুমদার, সাংগঠনিক সম্পাদক পদে রাশেদ এইচ চৌধুরী, অর্থ সম্পাদক রাশেদুল হাসান তুষার, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রচার ও জনসংযোগ সম্পাদক মুহাম্মদ রাশেদুল ইসলাম, ছাত্রকল্যাণ ও সমাজসেবা সম্পাদক মাসুদ মিলাদ এবং কার্যকরী সদস্য (চট্টগ্রাম) দিলরুবা আকতার রেণু ও কার্যকরী সদস্য (ঢাকা) পদে ফাহাদ ফেরদৌস নির্বাচিত হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় ৫ হাজার ৬শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় পথচারী নিহত