চবি মাইক্রোবায়োলজি বিভাগে সিম্পোজিয়াম আজ

| বুধবার , ২৪ এপ্রিল, ২০২৪ at ১১:১৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের উদ্যোগে আজ বুধবার আ্যন্টিমাইক্রোবায়াল রেজিস্টেন্স বিষয়ক উচ্চ পর্যায়ের একটি সিম্পোজিয়াম অনুষ্ঠিত হবে। বিভাগের সম্মেলন কক্ষে সকাল ১০টায় অনুষ্ঠিতব্য সিম্পোজিয়ামে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আবু তাহের। বিশেষ অতিথি থাকবেন পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ নুরল আনোয়ার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি (একাডেমিক) প্রফেসর ড. বেনু কুমার দে, প্রো ভিসি (প্রশাসন) . মোহাম্মদ সেকান্দর চৌধুরী, জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. তৌহিদ হাসান।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান ড. শারমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠেয় সিম্পোজিয়ামে বিশেষজ্ঞ বক্তা হিসেবে প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশ সোসাইটি অব মাইক্রোবায়োলজিস্টস’র (বিএসএম) প্রেসিডেন্ট অধ্যাপক ড. মুনিরুল আলম এবং জেনারেল সেক্রেটারি প্রফেসর ড. মঞ্জুরুল করিম। সিম্পোজিয়ামে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজ ব্যাংককের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধহিট স্ট্রোক থেকে রক্ষায় পর্যাপ্ত পানি পান করতে হবে