চবি ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের যুগপূর্তি অনুষ্ঠান

| শুক্রবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৪ at ৬:০৭ পূর্বাহ্ণ

এক যুগের গৌরবে, মেতে উঠি উৎসবে’ এ প্রতিপাদ্যকে ধারণ করে চবি ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের এক যুগপূর্তি ও এলামনাই পুনর্মিলনী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি ছিলেন উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে এবং চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নাসিম হাসান। বিভাগের সভাপতি ড. সুমন বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের প্রতিষ্ঠাকালীন সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ হেলাল উদ্দীন, প্রফেসর ড. মো. নজরুল ইসলাম প্রমুখ।

উপাচার্য বলেন, দীর্ঘ ১২ বছর ধরে এ বিভাগ আলোকিত মানবসম্পদ তৈরীতে ভূমিকা রেখে চলেছে। প্রাক্তন শিক্ষার্থীরা এ বিভাগ থেকে ডিগ্রী অর্জন করে সুনামের সাথে দেশবিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত হয়ে বিশ্ববিদ্যালয়ের গৌরব ও সম্মান বৃদ্ধি করেছে। এ বিভাগের এলামনাইরা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোসহ সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচুয়েটের প্রো-ভিসি হিসেবে নিয়োগ পেলেন ড. জামাল উদ্দীন আহাম্মদ
পরবর্তী নিবন্ধইচ্ছে উড়া মক্তবের পাঠগেলা ভোরেরা