শিক্ষার্থীদের মনন ও মানসিকতার সুষ্ঠু বিকাশের জন্য চাই সুন্দর পরিবেশ। উক্ত পরিবেশ বজায় রাখতে শুধু ক্যাম্পাসের অভ্যন্তরে নয় আশেপাশের পরিবেশের উপর খেয়াল রাখাও প্রশাসনের দায়িত্ব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন সংলগ্ন আশেপাশে মাদকের কারবার হয়। রেললাইনে,পাশের ঝোপঝাড়ে প্রকাশ্য দিবালোকে প্রতিনিয়ত গাঁজার আসর বসে। ক্যাম্পাস বহির্ভূত লোকদের দ্বারা সংঘটিত হলেও তাতে শিক্ষার্থী জড়িয়ে পড়ছে।এছাড়াও ক্যাম্পাসের প্রবেশদ্বার স্মরণ চত্বরের(জিরো পয়েন্ট) একটু পূর্বে, প্রায় রেললাইনের সাথেই ১ নং সড়কের পাশে বিগত ২/৩ মাস যাবত ময়লার স্তূপে একটানা আগুন জ্বলে প্রতিনিয়ত পরিবেশ দূষিত হচ্ছে। এদিকে প্রশাসনের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।
রণি রত্নাকর, আইন বিভাগ,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়