চবি জাদুঘরের সাবেক কিউরেটর শামসুল হোসাইনের ইন্তেকাল

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ২০ জুলাই, ২০২১ at ৭:১৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) জাদুঘরের সাবেক কিউরেটর প্রত্নতত্ত্ববিদ ড. শামসুল হোসাইন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। গতকাল সোমবার সকালে নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। ড. শামসুল দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। এর মধ্যে সমপ্রতি তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, তিন ছেলেসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল সোমবার বিকালে নামাজে জানাজা শেষে নগরীর হালিশহর এলাকায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। চবি জাদুঘরের অবসরপ্রাপ্ত কিউরেটর ড. শামসুল হোসাইনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার ও উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ার হোসেন
পরবর্তী নিবন্ধনাসিরাবাদে চৌধুরী বাড়ির সড়ক সংস্কার ও উন্নয়ন