চবি কর্মচারীদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পালনের আহ্বান

উপাচার্যে সাথে মতবিনিময় সভা

| মঙ্গলবার , ২৩ এপ্রিল, ২০২৪ at ১০:৫৩ পূর্বাহ্ণ

চবি উপাচার্য প্রফেসর ড. মো. আবু তাহেরের সাথে কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দের এক মতবিনিময় গতকাল সোমবার উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।কর্মচারী ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী হোছাইন ও সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিনের নেতৃত্বে সভায় ইউনিয়নের কার্যকরী পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপাচার্য বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক ও অন্যান্য কর্মকাণ্ডে কর্মচারীদের আন্তরিক সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। তিনি কর্মচারীদের নিজ নিজ কাজে সর্বোচ্চ আনুগত্য, সততা এবং উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা আন্তরিকতা সাথে পালনের আহবান জানান। সভায় উপাচার্য কর্মচারীদের যথাসময়ে অফিসে উপস্থিতি নিশ্চিত করে একাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ডে অধিকতর গতিশীলতা আনতে কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি কর্মচারীদের যৌক্তিক দাবিদাওয়া বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মানুযায়ী সীমিত সম্পদের মধ্যে যথাসম্ভব পূরণের আশ্বাস প্রদান করেন।

কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ নবনিযুক্ত উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানান। নেতৃবৃন্দ উপাচার্যকে বিশ্ববিদ্যালয় পরিচালনায় তাদের আন্তরিক সহযোগিতা প্রদানের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপরিবর্তনের সাথে খাপ খাওয়াতে না পারলে আমাদের পিছিয়ে পড়তে হবে
পরবর্তী নিবন্ধপাহাড়ে তীব্র গরমে শিশুদের সুরক্ষায় চিকিৎসকদের পরামর্শ