চবি উপ-উপাচার্যকে কুণ্ডেশ্বরী শিক্ষা প্রতিষ্ঠানের শুভেচ্ছা

| সোমবার , ১০ মে, ২০২১ at ৫:০৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রফেসর ও শহীদ নূতন চন্দ্র সিংহ স্মৃতি সংসদের সহসভাপতি ড. বেণু কুমার দে উপ-উপাচার্য নিযুক্ত হওয়ায় শহীদ নূতন চন্দ্র সিংহ স্মৃতি সংসদ ও কুণ্ডেশ্বরী শিক্ষা প্রতিষ্ঠান সমূহের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। গতকাল শুভেচ্ছা জ্ঞাপনকালে উপস্থিত ছিলেন শহীদ নূতন চন্দ্র সিংহ স্মৃতি সংসদের সহসভাপতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার সাঈদ, কুণ্ডেশ্বরী বালিকা মহাবিদ্যালয়ের পরিচালন সংসদের সভাপতি বাসুদেব সিংহ, কুণ্ডেশ্বরী বালিকা বিদ্যামন্দির পরিচালন সংসদের সভাপতি রাজীব সিংহ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ চিন্ময়ী চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক পিযুষ কান্তি পাল, অধ্যাপিকা পুরবী দাশগুপ্তা ও শহীদ নূতন চন্দ্র সিংহের প্রপৌত্র রাজর্ষি সিংহ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদেশে আবারো অর্ধশতাধিক মৃত্যু
পরবর্তী নিবন্ধ৩২০ বীর মুক্তিযোদ্ধা পরিবার পেল সিএমপি কমিশনারের ঈদ উপহার