চীনের School of International Studies Sichuan University ৫ সদস্যের একটি প্রতিনিধিদল গতকাল বৃহস্পতিবার চবি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ পরিদর্শনে আসেন। পরে উক্ত প্রতিনিধিদল দুপুরে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি প্রফেসর ড. সুজিত কুমার দত্তের নেতৃত্বে উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের সাথে তাঁর অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক হেলাল উদ্দিন আহম্মদ ও প্রভাষক অদিতি চক্রবর্তী উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলের সদস্যবৃন্দ হলেন China Center for South Asian Studies, School of International Studies Sichuan University Gi Chief Expert Professor Qiu Yonghui, Vice-Dean Professor Song Zhihui, Associate Professor Xiao Jianmei, Associate Professor Dr. Mohammad Maruf Hasan. Zeng Hao ।
উপাচার্য প্রতিনিধিদলকে বিশ্ববিদালয়ের একাডেমিক কার্যক্রম সম্পর্কে বলেন, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ চবি জ্ঞান-গবেষণার অনন্য উর্বর ক্ষেত্র। তিনি প্রতিনিধিদলকে চবির সাথে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিষয়ক প্রোগ্রাম বিষয়ে আলোচনা করেন।প্রতিনিধিদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর অনিন্দ্য সুন্দর ক্যাম্পাস অবলোকন করে মুগ্ধ হন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিরাজমান শিক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ দেখে আনন্দিত হন। প্রতিনিধিদলের সদস্যবৃন্দ চীনের School of International Studies Sichuan University’র সাথে চবি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষা ও গবেষণা প্রোগ্রাম বিষয়ক একটি সমঝোতা চুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।