করোনাকালীন সময়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সুরক্ষা সামগ্রী বিতরণ করছে চট্টগ্রামের বহুল প্রচলিত পত্রিকা দৈনিক আজাদী। তারই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারকে মাস্ক প্রদান করা হয়। এ সময় চবি সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল্লাহ আল ফয়সাল, সাধারণ সম্পাদক জোবায়ের চৌধুরী এবং দৈনিক আজাদীর চবি প্রতিনিধি ইমাম ইমু উপস্থিত ছিলেন।