৪র্থ এ কে খান মেমোরিয়াল আইন বক্তৃতা-২০২২ এর আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় আইন অনুষদের এ কে খান অডিটরিয়ামে এই বক্তৃতামালা অনুষ্ঠিত হবে।
প্রধান অতিথি ও কি নোট স্পিকার হিসেবে ‘বাংলাদেশের সংবিধান : সংশোধন ও বিকাশ’ শীর্ষক এই বক্তৃতা রাখবেন সুপ্রীম কোর্টের আপীল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।
চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন চবি উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে ও এ কে খান ফাউন্ডেশনের ট্রাস্টি সেক্রেটারি সালাউদ্দিন কাশেম খান। আইন অনুষদের ডিন প্রফেসর এবিএম আবু নোমান, আইন বিভাগের সভাপতি প্রফেসর ড. সাজেদা আখতার এবং এ কে খান ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ড শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের যথাসময়ে অনুষ্ঠানস্থলে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।