চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দু’দিনব্যাপি কেন্দ্রীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল ১৯ জানুয়ারি সম্পন্ন হয়েছে। বিকেলে এ ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য (একাডেমিক) চবি ক্রীড়া উপদেষ্টা কমিটির সভাপতি প্রফেসর বেনু কুমার দে।
এবারের ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্রদের মধ্যে চবি আলাওল হল ৫৭ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন, চবি শাহ আমানত হল ৩৪ পয়েন্ট পেয়ে রানার আপ হয়। ১৫ পয়েন্ট পেয়ে মোহাম্মদ সজীব ব্যক্তিগত চ্যাম্পিয়ন এবং বিশ্বজিৎ রায় দ্রুততম মানব হওয়ার গৌরব অর্জন করেন।
ছাত্রীদের মধ্যে চবি প্রীতিলতা হল ৩৯ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল ২৮ পয়েন্ট পেয়ে রানার আপ হয়। নুসরাত জাহান তৃণা দ্রুততম মানবী ও ১৬ পয়েন্ট পেয়ে ব্যক্তিগত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।