চবির অধিভুক্ত হলো আরও ৪ কলেজ

চবি প্রতিনিধি | মঙ্গলবার , ২৩ এপ্রিল, ২০২৪ at ৬:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অধিভুক্ত হলো আরও ৪টি কলেজ। গতকাল রোববার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব রোখছানা বেগমের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন ৪টি কলেজকে চবির অধিভুক্ত করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত নির্দেশনা ও অনুশাসন বাস্তবায়নের লক্ষ্যে নিম্নোক্ত নয়টি (পুরাতন পাঁচটিসহ) কলেজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার জন্য এ বিভাগ হতে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কলেজগুলো হলো, সরকারি সিটি কলেজ, গাছবাড়ীয়া সরকারি কলেজ, চন্দনাইশ, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ ও পটিয়া সরকারি কলেজ।

উল্লেখ্য, এর আগে গত ৪ এপ্রিল নিম্নোক্ত ৫টি কলেজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়েছিল। কলেজগুলো হলোচট্টগ্রাম সরকারি কলেজ, হাজী মুহম্মদ মহসিন সরকারি কলেজ, স্যার আশুতোষ সরকারি কলেজ, বোয়ালখালী, সরকারি কমার্স কলেজ ও সাতকানিয়া সরকারি কলেজ।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের ডিসি-এসপিসহ ৪ জনকে অনলাইনে হাই কোর্টে তলব
পরবর্তী নিবন্ধদুজনেরই নাম মিমফা, মৃত্যুও একইরকম