চবিতে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার

চবি প্রতিনিধি | বৃহস্পতিবার , ১১ মে, ২০২৩ at ৫:২০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) থেকে প্রায় ১২ ফুট লম্বা এবং ২০ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ সংলগ্ন কলোনি থেকে সাপটিকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর সাপটিকে বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদ সংলগ্ন নির্জন পাহাড়ে অবমুক্ত করা হয়। অতিরিক্ত গরম ও খাবারের খোঁজে সাপটি লোকালয়ে নেমে এসেছে বলে ধারণা করা হচ্ছে।

সাপটিকে উদ্ধার করেন বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও ভেনম রিসার্চ সেন্টারের সহযোগী গবেষক রফিক ইসলাম। স্থানীয়দের মাধ্যমে খবর পেলে তিনি সেখানে ছুটে যান। রফিক ইসলাম বলেন, উদ্ধারের পর সাপটিকে নির্জন আরেকটি পাহাড়ে অবমুক্ত করে দেয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধবহদ্দারহাট থেকে আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধসুদান থেকে বিশেষ ফ্লাইটে ১৭৬ বাংলাদেশি জেদ্দায়