বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘর ও চবি বঙ্গবন্ধু চেয়ারের উদ্যোগে মাসব্যাপী মুক্তিযুদ্ধের দলিল প্রদর্শনী চবি জাদুঘরের প্রদর্শনী কক্ষে শুরু হয়েছে। গতকাল বুধবার উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার প্রধান অতিথি হিসেবে প্রদর্শনী উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। অতিথি ছিলেন চবি বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর ড. মুনতাসীর মামুন।
এতে সভাপতিত্ব করেন চবি জাদুঘরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুল হক। উপস্থিত ছিলেন চবির বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, কলেজ পরিদর্শক, হলের প্রভোস্ট, বিভিন্ন বিভাগের সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালক, আইকিউএসির পরিচালক, প্রক্টর ও সহকারী প্রক্টর, শিক্ষক, অফিস প্রধান, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন চবি জাদুঘরের সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ হোসেন।
উপাচার্য বলেন, জাদুঘর ইতিহাস-ঐতিহ্যের ধারক ও বাহক। জাদুঘরের মাধ্যমে মানুষ একটি দেশের ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি ইত্যাদি সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারে। তিনি জানান, জাদুঘরের পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে নিয়ে একটি আর্কাইভ তৈরির পরিকল্পনা রয়েছে।
প্রসঙ্গত, প্রদর্শনী আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।