চবিতে বিশ্ব সমুদ্র দিবস উদযাপিত

| শুক্রবার , ৯ জুন, ২০২৩ at ৫:২৭ পূর্বাহ্ণ

বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে চবি মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদের সামুদ্রিক বিজ্ঞান ইনস্টিটিউটের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু চত্বরে প্রধান অতিথি হিসেবে র‌্যালির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। এতে উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন মেরিন সায়েন্সে এন্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রফেসর ড. আবদুল হক, প্রফেসর ড. মো. সেকান্দর চৌধুরী, প্রফেসর ড. শেখ আফতাব উদ্দিন। উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ একটি নদী মাতৃক দেশ। নদীর সঙ্গে সমুদ্রের রয়েছে গভীর সম্পর্ক ও যোগসূত্র। জলজগতের জীববৈচিত্র ও প্রাকৃতিক ভারসাম্য বজার রাখার জন্য আমাদের নদী ও সমুদ্রকে দূষণমুক্ত রাখতে হবে। তিনি বলেন, সমুদ্রে রয়েছে সুনীল অর্থনীতির বিপুল সম্ভাবনা। এ সম্ভাবনাকে কাজে লাগাতে হলে গড়ে তুলতে হবে দক্ষ জনশক্তি। একইসাথে সমুদ্রকে দূষণের কবল থেকে রক্ষা করতে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধ১৯ বছর পর ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার