চবিতে প্রধান তথ্য কেন্দ্র ও কমফোর্ট সেন্টারের নির্মাণকাজ উদ্বোধন

| রবিবার , ১৯ ডিসেম্বর, ২০২১ at ১১:১৯ পূর্বাহ্ণ

চবি একুশ ব্যাচের সংগঠন ‘আমরা একুশ’ এবং রোটারী ইন্টারন্যাশনাল ডি-৩২৮১ বাংলাদেশের উদ্যোগে চবি শিক্ষার্থীদের জন্য তথ্য কেন্দ্র ও কমফোর্ট সেন্টার নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। গত ১৫ ডিসেম্বর প্রধান অতিথি হিসেবে চবির ‘স্মরণ’ চত্বর সংলগ্ন এলাকায় তথ্য কেন্দ্র এবং চবি সমাজ বিজ্ঞান ও ব্যবসায় প্রশাসন অনুষদের মধ্যবর্তী স্থানে কমফোর্ট সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। এতে বিশেষ অতিথি ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। আমরা একুশ, চবির আহ্বায়ক ওমরগণি এমইএস কলেজের অধ্যক্ষ আ ন ম সরওয়ার আলমের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চবি প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) সৈয়দ জাহাঙ্গীর ফজল, এস্টেট শাখার প্রশাসক ড. মইনুল হোসেন, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক মো. আলতাফ-উল-আলম, ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এস এম আকবর হোসেন, সহকারী প্রক্টরবৃন্দ, একুশ ব্যাচের সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন বাদল, এ কে এম মোজাম্মেল হক চৌধুরী লেনিন, সালাউদ্দিন মো. রেজা, শোভন চৌধুরী, দিদারুল হক, সোহেল রহমান, রেজাউল করিম স্বপন, মুনীর উদ্দিন, এম. আলাউদ্দিন আল আজাদ, সুস্মিতা সুলতানা, আলী মাহবুব, রেজাউল করিম, আবদুল কুদ্দুছ জনি, সরোয়ার মামুন, চৌধুরী মীর আহমেদ মিন্টু, মো. নুরুল আমিন, জহুরুল ইসলাম হেলাল, শহীদুল্লাহ, সাইফুল ইসলাম সোহেল, মো. নাছির উদ্দিন, অহিদুল আলম, নুরুল হাদী, হাসনা বানু, মাঈনুদ্দীন জসিম, রতন কান্তি দাশ, রাসমোহন, মিশু বড়ুয়া, মমতাজ বেগম, পারভীন আকতার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধউন্নত সোনার বাংলা গড়তে কাজ করছেন প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধভাঙাগড়ায় ৩০ বছরে সফট টাচ