চবিতে প্রথম আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতা ২৪ ফেব্রুয়ারি

চবি প্রতিনিধি | মঙ্গলবার , ২১ ফেব্রুয়ারি, ২০২৩ at ৯:১৩ পূর্বাহ্ণ

প্রথমবারের মতো চবি ক্যাম্পাসে ২৫ কিলোমিটারের আন্তর্জাতিক ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করেছে ‘রান বাংলাদেশ’। ১২টি দেশের ৬৫০ জন প্রতিযোগী এতে অংশগ্রহণ করবেন। গতকাল সোমবার এসব বিষয় জানান আয়োজকরা।

আগামী শুক্রবার সকালে অনুষ্ঠিত হবে ‘ সেইলর চট্টগ্রাম ২৫ কি. মি. রান ২০২৩ . শিরোনামের এই আয়োজন। এই ইভেন্টের সার্বিক সহায়তায় রয়েছে চবি এবং চবি এলামনাই এসোসিয়েশন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন রুটে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তবে কেন্দ্রীয় খেলার মাঠ থেকে যাত্রা শুরু হবে। ২৫, ১০ এবং ৫ কিলোমিটারের তিনটি ল্যাপে এটি অনুষ্ঠিত হবে। চীফ টাইমিংয়ের মাধ্যমে এই প্রতিযোগিতা পরিচালনা করা হবে। মূলত: বিশ্বের সাথে তাল মিলিয়ে রানিংকে খেলাধূলার অংশ হিসেবে সবার সামনে তুলে ধরতে এই প্রতিযোগিতার আয়োজন করছে সংগঠনটি।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়ে তাঁর আদর্শে দেশ গড়ুন
পরবর্তী নিবন্ধকাজী শওকত ইকবাল