চবিতে নেমে এল ১৫ ফুটের অজগর

চবি প্রতিনিধি | মঙ্গলবার , ৬ এপ্রিল, ২০২১ at ১০:৩৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হঠাৎ প্রায় ১৫ ফুট লম্বা ও ১০ কেজি ওজনের একটি অজগর সাপ লোকালয়ে নেমে এসেছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী এটা দেখে সাপটি উদ্ধার নিরাপত্তা দপ্তরে পৌঁছে দেয়। গত রবিবার দিবাগত রাত দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পরে গতকাল সোমবার সাপটিকে নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়।
সাপটি উদ্ধারকারী শিক্ষার্থীরা জানান, প্রচণ্ড বাতাস হচ্ছিল। বাসায় যাওয়ার পথে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সামনের রাস্তায় সাপটি দেখতে পেয়ে কয়েকজনকে খবর দেই। পরে আমরা সাপটি উদ্ধার করে নিরাপত্তা দপ্তরে পাঠাই।
এ বিষয়ে চবির নিরাপত্তা দপ্তরের সুপারভাইজার মো. আবুল বশর বলেন, শিক্ষার্থীরা সাপটি উদ্ধার করে নিরাপত্তা দপ্তরে নিয়ে আসে। প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষকদের পরামর্শে সাপটি পুনরায় জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি রক পাইথন প্রজাতির সাপ। চট্টগ্রামে এই প্রজাতির সাপ কিছু সংখ্যক রয়েছে। সাপটি খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসতে পারে। আর পাহাড় পোড়ানোর কারণও হতে পারে।

পূর্ববর্তী নিবন্ধনাইক্ষ্যংছড়িতে সাড়ে ৬ কোটি টাকার ইয়াবা জব্দ
পরবর্তী নিবন্ধশিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন