চবিতে ‘আদর্শ দেশ গঠনে তরুণ লেখকদের ভূমিকা’ শীর্ষক কর্মশালা

| মঙ্গলবার , ২১ জুন, ২০২২ at ১১:০১ পূর্বাহ্ণ

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ‘আদর্শ দেশ গঠনে তরুণ লেখকদের ভূমিকা’ শীর্ষক এক কর্মশালা ১৯ জুন বেলা চবি গ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। বিশেষ অতিথি ছিলেন আইন বিভাগের প্রফেসর মো. জাকির হোসেন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ ফরিদুল আলম ও চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রকাশনা সম্পাদক আলীউর রহমান।

আলোচক ছিলেন প্রথম আলো চট্টগ্রাম ব্যুরোর বার্তা সম্পাদক ওমর কায়সার এবং দৈনিক আজাদীর ফিচার এডিটর প্রদীপ দেওয়ানজী। সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি মো. রাফছান। বক্তব্য রাখেন আরমান শেখ, আকিজ মাহমুদ ও এস এ রহিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন নেজাম উদ্দিন।

উপ-উপাচার্য বলেন, তরুণারাই জাতির ভবিষ্যৎ কর্ণধার; তরুণারাই তাদের অদম্য স্পৃহা ও কর্ম দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। তিনি বলেন, আমাদের শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী। এ তরুণ শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি তাদের মেধা সৃজনশীল লিখন চর্চার মাধ্যমে বাংলাদেশকে উন্নত বিশ্বের কাতারে সামিল করতে সহায়তা করবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিলেটে বন্যা দুর্গত মানুষের পাশে মোস্তফা-হাকিম ফাউন্ডেশন
পরবর্তী নিবন্ধপার্কভিউ হাসপাতাল ও কে ওয়াই স্টিলের কর্পোরেট চুক্তি সম্পাদন