চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আবাসিক হল বন্ধ রেখে শুরু হচ্ছে বিভিন্ন বিভাগের অসমাপ্ত পরীক্ষা। গতকাল বুধবার বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নাসিম হাসান বলেন, চবি নৃবিজ্ঞান বিভাগের স্থগিতকৃত ৪র্থ বর্ষের (সম্মান) পরীক্ষা আজ বৃহস্পতিবার থেকে ও প্রাণিবিদ্যা বিভাগের ২০১৮ সালের এম এসের (ফিশারিজ অ্যান্ড লিমনোলজি) তত্ত্বীয় পরীক্ষা সংশোধিত সময়সূচি অনুযায়ী ২৭ জুন থেকে শুরু হবে।
একইভাবে রসায়ন ও ইংরেজি বিভাগ ইতোমধ্যে বিভিন্ন বর্ষ ও কোর্সের অসমাপ্ত পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। খবর বাসসের।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনার প্রেক্ষিতে বিভিন্ন বিভাগের অসমাপ্ত পরীক্ষা গ্রহণের অনুমতি দেয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে ও শারীরিক দূরত্ব বজায় রেখে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট বিভাগের সভাপতি, পরীক্ষা কমিটি ও ডিন বিষয়টি তদারকি করবেন। তবে আবাসিক হল এ সময় খোলা থাকবে না। অনলাইনে যে ক্লাস হয়েছে সেগুলোর পরীক্ষা কীভাবে হবে তা একাডেমিক কাউন্সিলে আলোচনা করা হবে।
প্রসঙ্গত, গেল বছর মার্চে দেশে প্রথম করোনা শনাক্ত হলে ওই মাসের মাঝামাঝিতে করোনা সংক্রমণের শঙ্কায় অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ও বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তীতে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে একই বছর ডিসেম্বরের শুরুর দিকে অসমাপ্ত পরীক্ষা নিতে শুরু করে বিভিন্ন বিভাগ। তবে গত ২২ ফেব্রুয়ারি দুপুরে ভার্চুয়ালি এক জরুরি সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২৪ মে থেকে পাঠদান শুরু এবং ১৭ মে আবাসিক হল খুলবে বলে জানানোর পর বন্ধ হয়ে যায় শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম।