বান্দরবানে বিপুল গাঁজাসহ অটো চালক আটক

বান্দরবান প্রতিনিধি | বৃহস্পতিবার , ১০ জুন, ২০২১ at ৮:৩৮ পূর্বাহ্ণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ১ কেজি ৮০০গ্রাম গাঁজাসহ অটোরিকশা চালককে আটক করা হয়েছে। তার নাম শফিক আহমদ (২১)। গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বেতবুনিয়া বাবুর পানের দোকানের সামনে থেকে অটোরিক্সাসহ চালককে আটক করে পুলিশ। এসময় অটোরিকশা চালক থেকে উক্ত গাঁজা উদ্ধার করা হয়। তার বাড়ি উখিয়ার পালংখালীর গয়ালমারা এলাকায়। তার পিতার নাম রাজ্জাক আলী। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ওসি তদন্ত শরীফ ইমনে আলম জানান, অটোরিকশা চালক একজন পেশাদার মাদক ব্যবসায়ী। বিপুল পরিমাণ গাঁজার চালান নিয়ে ঘুমধুম গ্রাম হয়ে চট্টগ্রামে যাচ্ছে খবর পেয়েই তাকে আটক করা হয়েছে। দীর্ঘদিন ধরে গাঁজা নিজের হেফাজতে রেখে পরিবহনের মাধ্যমে নিজ উপজেলাসহ বিভিন্ন এলাকায় কেনাবেচা করছে।

পূর্ববর্তী নিবন্ধচবিতে আজ থেকে শুরু অসমাপ্ত পরীক্ষা
পরবর্তী নিবন্ধইউসিবির সঙ্গে বেজার সমঝোতা স্মারক স্বাক্ষর