চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের চিকিৎসা সেবার বাতিঘর চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের প্রতিষ্ঠার ১১৪ বছর উদযাপন উপলক্ষে হাসপাতাল ডে পালিত হয়েছে। গতকাল শনিবার বিকালে হাসপাতালের স্টাফ ক্লাবে এই উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াংয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান। চিকিৎসক ডা. রাজীব শর্মা ও ডা. শৈওয়েংগি খিয়াংয়ের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রাঙ্গুনিয়ার ইউএনও ইফতেখার ইউনুস, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দীন, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিগারুল ইসলাম জিগার, পার্বত্য চট্টগ্রাম ব্যাপ্টিস্ট চার্চ সংঘের সভাপতি বিপ্লব মারমা, হাসপাতালের সহকারী পরিচালক ডা. বিলিয়ম এ সাংমা প্রমুখ।
বক্তারা বলেন, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল চিকিৎসাক্ষেত্রে এতদ অঞ্চলের স্বাস্থ্য সেবার বাতিঘর হিসেবে সুনামের সাথে দীর্ঘ ১১৪ বছর ধরে সেবা দিয়ে আসছে। আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিয়ে স্বাস্থ্যসেবায় আস্থা অর্জন করা এই হাসপাতাল ভবিষ্যতে আরও বর্ধিত আকারে সেবা দেবে। হাসপাতাল দিবস উপলক্ষে হাসপাতালের চিকিৎসা সেবায় সহযোগিতা করার জন্য রাঙ্গুনিয়ার মরিয়মনগর এলাকার মরহুম জামাল উদ্দিনের পরিবার এবং চন্দ্রঘোনা কেপিএম এলাকার রওশন আরা বেগমকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।