চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য মো. নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, “চন্দনাইশ পৌরসভার প্রতিটি নাগরিকের সুপেয় পানি নিশ্চিত করার লক্ষ্যে ১২৫ কোটি টাকা ব্যয়ে পৌর পানি শোধনাগার নির্মাণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় দেশের ৩০টি পৌরসভার মধ্যে চন্দনাইশেও এই প্রকল্পের কাজ চলছে। এখান থেকে পৌরসভার প্রতিটি পরিবারে সুপেয় পানি সরবরাহ করা হবে। এছাড়া পৌরবাসীর সুবিধার জন্য পৌরসভার প্রতিটি রাস্তাঘাট সংস্কার করা হচ্ছে। স্বাস্থ্য সু-রক্ষা নিশ্চিতে চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন অব্যাহত রয়েছে।”
আজ শনিবার (৫ জুন) সকালে চন্দনাইশ পৌরসভার দক্ষিণ হারলায় পৌর পানি শোধনাগার ও হারলা নয়াহাট এলাকায় পৌর পানি রিজার্ভার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
পৌর মেয়র মুহাম্মদ মাহাবুবুল আলম খোকার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন সরকার, পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক এম কায়সার উদ্দিন চৌধুরী, প্রবীণ আওয়ামী লীগ নেতা মো. আনোয়ার হোসেন মাস্টার, আবুল কাশেম বাবলু, চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন, দক্ষিণ জেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক নবাব আলী, কাউন্সিলর শাহ আলম, মোরশেদুল আলম, মহিলা কাউন্সিলর শিরিন আকতার, আওয়ামী লীগ নেতা বেলাল উদ্দিন, যুবলীগ নেতা সাইফুল ইসলাম শিপন, জাহাঙ্গীর আলম হিরু, ছাত্রলীগ নেতা মাহিন, জাহেদ চৌধুরী, সম্রাট চৌধুরী, ইমন, কাফি, আরমান, রুমি, সাইমন, ফরমান, দিপু, রবিউল প্রমুখ।
একইদিন তিনি পৌরসভার বিভিন্ন এলাকায় ১৪টি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন।