পটিয়ায় এবিটস গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে চন্দনাইশ ফুটবল একাডেমি ও ডবলমুরিং নেমা একাডেমি। গতকাল সোমবার প্রথম খেলায় চন্দনাইশ ফুটবল একাডেমি ৩-১ গোলে সদরঘাট বাংলাদেশ বয়েজ ক্লাবকে পরাজিত করে। দিনের অপর খেলায় টাইব্রেকারে ডবলমুরিং নেমা ফুটবল একাডেমি ৪-২ গোলের ব্যবধানে কক্সবাজার ফুটবল একাডেমিকে পরাস্ত করে। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার লাভ করেন চন্দনাইশ ফুটবল একাডেমির মুহাম্মদ মুছা ও ডবলমুরিং নেমা ফুটবল একাডেমির গোলরক্ষক মনির উল্লাহ।