চন্দনাইশে ৬ চোরকে গণধোলাই

কাভার্ড ভ্যান চুরির চেষ্টা

চন্দনাইশ প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৯ এপ্রিল, ২০২১ at ৮:১৪ পূর্বাহ্ণ

চন্দনাইশে গাড়ি চুরি করতে এসে গণধোলাইয়ের শিকার হয়েছে ৬ চোর। গত ২৭ এপ্রিল গভীর রাতে উপজেলার বরমা ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে চন্দনাইশ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বরমা ইউনিয়নে সংঘবদ্ধ একদল চোর একটি কাভার্ড ভ্যান চুরির চেষ্টা করেছিল। বিষয়টি এলাকাবাসী টের পেয়ে ৬ চোরকে আটক করে গণধোলাই দেয়। এরা হলো- সীতাকুণ্ড উপজেলার মো. ফিরোজের ছেলে সাইফুল ইসলাম (১৪), মাহাবুবুল হকের ছেলে ওমর ফারুক (১৮), রওশন জামানের ছেলে নুরুল কবির (২১), মীরসরাই উপজেলার আমিনুল ইসলামের ছেলে মো. রিয়াদ (২২), আবদুল মতিনের পুত্র রফিকুল ইসলাম (২১) ও শরিয়তপুরের আবু তালেবের ছেলে অলি উল্ল্লাহ (২২)।

পূর্ববর্তী নিবন্ধবন্ড কমিশনারের সাথে বিজিএমইএ নেতাদের সাক্ষাৎ
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে টিসিবি ডিলারের লাইসেন্স বাতিলের সুপারিশ