চন্দনাইশে ৬টি বাসকে জরিমানা

হাইড্রোলিক হর্ন ব্যবহার    

চন্দনাইশ প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৭ জুলাই, ২০২৩ at ৭:৫৩ পূর্বাহ্ণ

চন্দনাইশের দোহাজারী পৌরসদরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে চট্টগ্রাম-ক·বাজার জাতীয় মহাসড়কে চলাচলরত ৬টি বাসকে হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন। গত মঙ্গলবার  বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়। জানা যায়, যানবাহনে হাইড্রোলিক হর্ণ ব্যবহার বন্ধে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এ·িকিউটিভ ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত চট্টগ্রাম-ক·বাজার মহাসড়কের দোহাজারী পৌরসদরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় ৬টি বাসকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ১০টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। একইদিন নিষিদ্ধ পলিথিন বিক্রয় করায় দোহাজারী সদরের হক স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রায় ৪০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক ঊর্মি সরকারসহ অন্যান্যরা। অভিযানে সার্বিক সহযোগিতা করে দোহাজারী পুলিশ তদন্ত  কেন্দ্রের পুলিশ সদস্যরা। পরিবেশ সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় এই অর্থদন্ড প্রদান করা হয় বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এ·িকিউটিভ ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক। এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধচাম্বল ইউনিয়ন পূজা পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন
পরবর্তী নিবন্ধউগ্রবাদের বিস্তার রোধে শিক্ষার্থীদের সহায়ক ভূমিকা পালন করতে হবে