করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি না মানায় চন্দনাইশে ব্যবসায়ী ও পথচারীসহ ৪ ব্যক্তিকে ৩ হাজার ৫০ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার দুপুরে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহফুজা জেরিন। জানা যায়, করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা বাস্তবায়নে মাঠে কঠোর অবস্থান নিয়েছে চন্দনাইশ উপজেলা প্রশাসন। তারই অংশ হিসেবে গতকাল দুপুরে উপজেলার দোহাজারী পৌর সদর এলাকায় অভিযানে নামে উপজেলা প্রশাসন। অভিযানে সরকারি নির্দেশনা অমান্য করা ও লকডাউনের শর্ত ভঙ্গ করায় ব্যবসায়ী আজগর রুবেলকে ২ হাজার টাকা, মোজাহের হোসেনকে ৫০০ টাকা, মো. নুরকে ৫০০ টাকা ও পথচারী আবদুল মোতালেবকে ৫০ টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার মাহফুজা জেরিন জানান, করোনা মোকাবেলায় সরকারি নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসন মাঠে রয়েছে। করোনার সংক্রমণ কমানোর জন্য সরকার লকডাউন ঘোষণা করলেও অনেকেই তা মানছে না। যারা স্বাস্থ্যবিধি মানছে না অভিযানের সময় তাদেরকে জরিমানার আওতায় আনা হচ্ছে। পাশাপাশি জনগণকে সচেতন করা হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।