চন্দনাইশে উপজেলার ৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ৫১৬ জোড়া স্কুল বেঞ্চ প্রদান করা হয়েছে। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের (ইউজিডিপি) আওতায় স্থানীয় সরকার বিভাগ এবং জাইকার অর্থায়নে ৪১ লাখ ৪০ হাজার টাকা ব্যয়ে পলি প্রোপাইলিন দ্বারা নির্মিত এসব স্কুল বেঞ্চ প্রদান করা হয়।
সম্প্রতি এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান মো. আবদুল জব্বার চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের প্রতিনিধি মো. আতিকুজ্জামান, সহকারী শিক্ষা কর্মকর্তা তপন কুমার পোদ্দার, উপজেলা একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়, উপ–সহকারী প্রকৌশলী মো. আব্দুল মমিন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।











