চন্দনাইশে ২ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে ২টি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

চন্দনাইশ প্রতিনিধি | রবিবার , ২৪ জুলাই, ২০২২ at ৪:০২ পূর্বাহ্ণ

চন্দনাইশে ২ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে ২টি সড়ক রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজের উদ্বোধন করলেন সংসদ সদস্য আলহাজ্ব মো. নজরুল ইসলাম চৌধুরী। গত বৃহস্পতিবার তিনি এ দুটি প্রকল্পের উদ্বোধন করেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির বাস্তবায়নে ১ কোটি ৫০ লক্ষ ৪২ হাজার টাকা ব্যয়ে দোহাজারী জিসি-চাগাচর-খাগরিয়া- ভোরবাজার জিসি সড়ক রক্ষণাবেক্ষণ করা হবে এবং ৭৭ লক্ষ ৮৩ হাজার টাকা ব্যয়ে চাগাচর-বারুদখানা সড়ক উন্নয়ন কাজ করা হবে। এসময় সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী বলেন, সরকার দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় চন্দনাইশের প্রত্যেকটি সড়ক রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন করা হয়েছে। এছাড়া শিক্ষা, স্বাস্থ্যসহ দেশের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
চলমান উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কোন বিকল্প নেই। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, ইঞ্জিনিয়ার মুহাম্মাদ জুনাইদ আবছার চৌধুরী, এম. বাবর আলী ইনু, আবদুল শুক্কুর, নবাব আলী, মো. লোকমান হাকিম, মনসুর আলী ফয়সাল, আসকর খান বাবু, জামাল উদ্দিন মেম্বার, শাহ আলম মেম্বার, সাইফুল ইসলাম শিপন, সাইফুল ইসলাম সুমন, কামরুল হাসান মিন্টু, ওসমান আলী ভুট্টো প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধভোট কম পেয়েও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজপুত্র, আদালতে গেল বিরোধীরা
পরবর্তী নিবন্ধপশ্চিমবঙ্গে শিল্পমন্ত্রী গ্রেপ্তার