চন্দনাইশে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

চন্দনাইশ প্রতিনিধি | শনিবার , ১৭ অক্টোবর, ২০২০ at ৪:১৮ অপরাহ্ণ

চন্দনাইশ থানা পুলিশ অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। আজ শনিবার (১৭ অক্টোবর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এ অভিযান চালায়।
পুলিশ জানায়, চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়ক দিয়ে ইয়াবা পাচারের সংবাদ গোপন সূত্রে পেয়ে চন্দনাইশ থানার এসআই আবু আফছার ভূইয়ার নেতৃত্বে একদল পুলিশ উপজেলার বাইন্যাপুকুরপাড় এলাকায় অবস্থান নেয়।
এসময় পুলিশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে চলাচলরত যানবাহনে তল্লাশি চালায়।
তখন চট্টগ্রামমুখী ১টি নীল রঙের পিকআপ নং-(ঢাকা-মেট্রো-ন-১৯-৩৬৫৫) তল্লাশি চালিয়ে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এসময় ইয়াবা বহন করায় পিকআপটি জব্দ এবং ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলো সিরাজগঞ্জ জেলার জামিরত বটতল এলাকার মো. জয়নাল আবেদীনের পুত্র মো. মুঞ্জেল হক(২২), একই জেলার মো. রতনকান্দি দক্ষিণপাড়া এলাকার হাজী মো. নুরুল ইসলামের পুত্র খাইরুল ইসলাম (৪০), পিতা-হাজী মো. নুরুল ইসলাম ও মো. আষান মুন্সির পুত্র মো. আলমগীর হোসেন (৪০)।
এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চন্দনাইশ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন সরকার জানান, ইয়াবাসহ গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়।

পূর্ববর্তী নিবন্ধট্রাক-সিএনজি সংঘর্ষ, রাঙামাটিতে নিহত ১
পরবর্তী নিবন্ধপটিয়ায় মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার