পটিয়ায় মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

আজাদী অনলাইন | শনিবার , ১৭ অক্টোবর, ২০২০ at ৪:৫৭ অপরাহ্ণ

পটিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশ থেকে একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে মনসা চৌমুহনী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পটিয়ার থানার উপপরিদর্শক (এসআই) মো. আক্কাস বলেন, পটিয়ার মনসা এলাকায় রাস্তার পাশ থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। বর্তমানে মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। মরদেহের সঙ্গে একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। এটি ওই ব্যক্তির কিনা-তা যাচাই করা হচ্ছে।-বাংলানিউজ

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
পরবর্তী নিবন্ধদেশে করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ২৩, নতুন শনাক্ত ১২০৯