চন্দনাইশে সড়ক বিভাগের চার শতক জায়গা উদ্ধার

চন্দনাইশ প্রতিনিধি | শুক্রবার , ১৬ সেপ্টেম্বর, ২০২২ at ৬:৪২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ রওশনহাট এলাকা থেকে অবৈধ দখলে থাকা প্রায় ৪ শতক জায়গা উদ্ধার করেছে দোহাজারী সড়ক বিভাগ। গতকাল বৃহস্পতিবার অভিযান চালিয়ে এসব জায়গা উদ্ধার করা হয়।
দোহাজারী সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মুহাম্মদ রাফিজ বিন মনজুর জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রওশনহাট এলাকায় সরকারি জায়গা দখল করে অবৈধভাবে দোকানপাঠ নির্মাণ করায় স্বাভাবিক যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছিল। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার স্বার্থে অবৈধ দোকানপাঠ উচ্ছেদ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধশেখ হাসিনার প্রচেষ্টায় অবহেলিত নারী সমাজের ভাগ্য বদলেছে
পরবর্তী নিবন্ধ১৮ পুলিশকে সিএমপি কমিশনারের পুরস্কার