চন্দনাইশে সোমানন্দ মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান আজ ও কাল

| বৃহস্পতিবার , ২৫ ডিসেম্বর, ২০২৫ at ১১:১০ পূর্বাহ্ণ

চন্দনাইশের ফতেনগর সর্বজনীন পূর্ব সুনীতি বিহারের অধ্যক্ষ, ভিক্ষু পরিষদের সহসভাপতি সোমানন্দ মহাথেরো’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া আজ ও আগামীকাল শুক্রবার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহাবোধি চত্বরে অনুষ্ঠিত হবে। শুক্রবার দ্বিতীয় পর্ব বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু ধর্মপ্রিয় মহাথেরোর সভাপতিত্বে উদ্বোধক থাকবেন বসুমিত্র মহাথেরো। প্রধান ধর্মদেশক থাকবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ড. সংঘপ্রিয় মহাথেরো। প্রধান অতিথি থাকবেন এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহম্মদ বীর বিক্রম। প্রধান জ্ঞাতি থাকবেন ড. সুকোমল বড়ুয়া। সংবর্ধিত অতিথি থাকবেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। প্রধান বক্তা থাকবেন এলডিপি নেতা অধ্যাপক ওমর ফারুক। মুখ্য আলোচক থাকবেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য ড. সুমন কান্তি বড়ুয়া। বিশেষ অতিথি থাকবেন, রাখাল চন্দ্র বড়ুয়া, প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রুবেল বড়ুয়া, ট্রাস্টি অধ্যাপক ববি বড়ুয়া প্রমুখ। জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন পরিষদের পক্ষে সভাপতি জ্ঞানরত্ন মহাথেরো, কার্যকরী সভাপতি এইচ শীলজ্যোতি মহাথেরো, সাধারণ সম্পাদক তাপস কুমার বড়ুয়া ও প্রধান সমন্বয়কারী প্রকৌশলী সীমান্ত বড়ুয়া সকলকে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগাউসিয়া কমিটি কদম মোবারক শাখার মাহফিল
পরবর্তী নিবন্ধকাল সাতকানিয়ায় বিশেষজ্ঞ চিকিৎসা ক্যাম্প ও সমাবেশ