নূরীয়া বিষূ কমিটি সৈয়দাবাদ শাখা ও আহলে সুন্নাত বাংলাদেশ চন্দনাইশ উপজেলা শাখার যৌথ ব্যবস্থাপনায় পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে সুন্নি কনফারেন্স গত সোমবার উপজেলার উত্তর হাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। কনফারেন্সে সভাপতিত্ব করেন অধ্যক্ষ আব্দুছ ছবুর চৌধুরী। এতে প্রধান মেহমান ছিলেন নাছিরাবাদ নূরীয়া বিষু দরবার শরীফের পীর মীর মোহাম্মদ মঈন উদ্দীন নূরী ছিদ্দিকী। প্রধান বক্তা ছিলেন মুফতি গাজী আলাউদ্দীন জিহাদী (মাজিআ)। মাওলানা আব্দুর রহমানের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আব্দুল জব্বার চৌধুরী, ভাইস চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ সোলাইমান ফারুকী, উদ্বোধক ছিলেন অধ্যক্ষ শাহ খলিলুর রহমান নিজামী (মাজিআ), মিজানুর রহমান, আরিফ সোলায়মান, শাহজাদা মীর সোলতান উদ্দীন ছিদ্দিকি, মীর সাহিলুর রশিদ, শাহজাদা খাজা মোবারক আলী (মাজিআ), মাওলানা আশেকুর রহমান হাফেজ নগরী, আবুল ফজল মাস্টার, মো. পারভেজ, এড. শহিদুল ইসলাম, আবুল কাশেম আনসারী, ফয়েজ উল্লাহ্ খতিবী, উপাধ্যক্ষ আহমদ হোসেন জোহাদী, মাওলানা শহিদুল ইসলাম হেলালী, এনামুল হক আল- কাদেরী, আমজাদ হোসেন নূরী, মোজাম্মেল হক নূরী, চেয়ারম্যান আলমগীরুল ইসলাম চৌধুরী, নজরুল ইমলাম, মোহাম্মদ জমির উদ্দীন চৌধুরী, মুহাম্মদ আরফাত হোসেন, নাছির উদ্দীন, মোহাম্মদ আব্দুল কাদের, আব্দুল খালেক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।