চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের গাছবাড়িয়া কলেজ গেইট এলাকায় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস অপর একটি যাত্রীবাহী লেগুনাকে পেছন থেকে ধাক্কা দেয়ার ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে লেগুনায় থাকা বেশ কয়েকজন কলেজ শিক্ষার্থী। গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
জানা যায়, গতকাল সকাল ১০টার দিকে উপজেলার গাছবাড়িয়া কলেজ গেইট এলাকায় পূবার্ণী সার্ভিসের একটি যাত্রীবাহী বাস চট্টগ্রাম যাওয়ার পথে একইমুখী অপর একটি লেগুনাকে পিছন থেকে ধাক্কা দিলে লেগুনাটি সড়ক থেকে ছিটকে পড়ে একটি দোকানে ঢুকে যায়। এ সময় লেগুনায় থাকা কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। আহতদের প্রায় সবাই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। আহতদের মধ্যে পূজা চৌধুরী (১৮), মুক্তা ধর (১৮), এ্যামি দাশ (১৮), মুন্নি আকতার (১৮) এবং মো. রিয়াদ (১৮) এর নাম পরিচয় জানা যায়। আহতদের চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতারে প্রেরণ করা হয়।
এদিকে দুপুর ১২টার দিকে বিজিসি ট্রাস্ট এলাকায় পিকআপের ধাক্কায় সিএনজি অটো রিকশার এক যাত্রী গুরুতর আহত হয়। তার নাম মো. মনসুর (৩৫)। তাকেও বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, দূর্ঘটনা কবলিত গাড়ীগুলো জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।