চন্দনাইশে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা সম্পন্ন

চন্দনাইশ প্রতিনিধি | শনিবার , ২৬ মার্চ, ২০২২ at ৭:৫৭ পূর্বাহ্ণ

সংসদ সদস্য মো. নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সেদিন মুক্তিযোদ্ধারা যুদ্ধে অংশ নিয়েছিলেন বলেই আজকে আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক। যারা বঙ্গবন্ধুকে মেনে নিতে পারেনি তারা বাংলাদেশের নাগরিক দাবি করতে পারেনা বলেও উল্লেখ করেন তিনি। যারা ইতিহাস পাল্টাতে চেয়েছে আজ তারাই ইতিহাসের আস্তাকুরে নিক্ষিপ্ত হয়েছেন। চন্দনাইশ উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর ১০২তম জন্ম বার্ষিকী উপলক্ষে ৭ দিনব্যাপী স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তী মেলার সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গত বুধবার উপজেলা সদরস্থ কাশেম-মাহাবুব উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. সুকান্ত ভট্টাচার্য্য। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মো. মাহাবুবুল আলম খোকা, সহকারী কমিশনার (ভূমি) গালিব চৌধুরী। আলোচনায় অংশ নেন এম কায়সার উদ্দীন চৌধুরী, মাস্টার আহসান ফারুক, চেয়ারম্যান মো. আবদুল আলীম, অ্যাড. খোরশেদ বিন ইসহাক, আহমুদুর রহমান, মো. তৌহিদুল আলম, নবাব আলী, আবদুল্লাহ আল নোমান বেগ, প্রধান শিক্ষক বিঞ্চু যশা চক্রবর্তী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধইউক্রেনে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে ন্যাটো জবাব দেবে : বাইডেন
পরবর্তী নিবন্ধনিউমুরিং এলাকায় সোয়াত জাহাজের আদলে স্মৃতিসৌধ নির্মাণের দাবি