চন্দনাইশে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের ঘটনায় শিক্ষক গ্রেপ্তার

চন্দনাইশ প্রতিনিধি | রবিবার , ৩ এপ্রিল, ২০২২ at ৮:৫৭ অপরাহ্ণ

চন্দনাইশের বরমা ইউনিয়নের একটি মাদ্রাসার এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের ঘটনায় এক শিক্ষককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত শিক্ষকের নাম কলিমুল্লাহ (২০)। গত ২ এপ্রিল রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, উপজেলার বরমা ইউনিয়নের বাতাজুড়ি এলাকার একটি মাদ্রাসার শিক্ষার্থীকে বলাৎকারের ঘটনায় ভিকটিম শিক্ষার্থীর পিতা আবদুল আলীম বাদী হয়ে চন্দনাইশ থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার সূত্র ধরে পুলিশ অভিযান চালিয়ে মাদ্রাসার শিক্ষক কলিমুল্লাহকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত কলিমুল্লাহ বাশঁখালী উপজেলার সরল ইউনিয়নের মো. জামির হোসেনের পুত্র।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তারকৃত শিক্ষক কলিমুল্লাহ শিশু শিক্ষার্থীকে বলাৎকারের বিষয়ে আদালতে শিকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে। তাকে আজ রবিবার (৩ এপ্রিল) আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচাক্তাই হিফস এগ্রো ফুড ইন্ডাস্ট্রিসকে লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধমহিউদ্দীন চৌধুরী ফাউন্ডেশনের ইফতার বিতরণ