চাক্তাই হিফস এগ্রো ফুড ইন্ডাস্ট্রিসকে লাখ টাকা জরিমানা

আজাদী অনলাইন | রবিবার , ৩ এপ্রিল, ২০২২ at ৮:৫৫ অপরাহ্ণ

পবিত্র রমজান উপলক্ষে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে নগরীতে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। এসময় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ভোগ্যপণ্য উৎপাদন করার দায়ে হিফস এগ্রো ফুড ইন্ডাস্ট্রিসকে ১ লাখ টাকা জরিমানা করেছে চসিকের ভ্রাম্যমাণ আদালত।

আজ (৩ এপ্রিল) রবিবার নগরীর চাক্তাই ও কর্নেলহাট এলাকায় পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

তিনি বলেন, রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে চাক্তাই ও কর্নেলহাট এলাকায় বাজার মনিটরিং করা হয়। এসময় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ভোগ্যপণ্য উৎপাদন করার দায়ে চাক্তাই হিফস এগ্রো ফুড ইন্ডাস্ট্রিসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া কর্নেলহাট এলাকায় মূল্য তালিকা না টাঙানোয় ৬ ব্যবসায়ীকে সাড়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও সিএমপি পুলিশ সহায়তা করেন।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে গুলিতে নিহত ৬, আহত ৯
পরবর্তী নিবন্ধচন্দনাইশে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের ঘটনায় শিক্ষক গ্রেপ্তার